ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ে ধর্ষণ, নারী নির্যাতনের দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মস‚চি পালিত হয়।

এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসির আরাফাত ইশান, জুবায়ের আল ইসলাম সেজান, টিএম মুশফিক, সাদিয়া আহম্মেদ সিনহা ও লাবণ্য ছোয়া।

বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলনে দেশের মা-বোনেরা সম্মুখসারিতে ছিলেন। অথচ আজও তারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা চাই, দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করের বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ,ধর্ষণ,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত